Logo
Logo

সারাদেশ

গোপালগঞ্জে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮

গোপালগঞ্জে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আশার রাজপাট ব্রাঞ্চের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার রাজপাট ব্রাঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আশা গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার। এ সময় রাজপাট ব্রাঞ্চের ম্যানেজার মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আবু তাহেরসহ আশার কর্মকর্তাগণ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চলা মেডিকেল ক্যাম্পে এলাকার তিন শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া হয়। রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, কৃমিনাশক ওষুধ খাওয়ানো, সাধারণ রোগীর চিকিৎসাসহ ব্যবস্থাপত্র দেওয়া হয়।

পলাশ সিকদার/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর