Logo
Logo

সারাদেশ

‘দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে’

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩০

‘দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে’

দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে উল্লেখ করে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেছেন, ‘গত ১৬ বছরে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন দেশকে লুটপাট করে নিঃস্ব করে দিয়েছে। দেশটি আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।’ 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যাগে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তাদের এই লুটপাট  অব্যাহত রাখতে দেশের শাসন ক্ষমতায় টিকিয়ে রাখতে বিরোধী মতাদর্শের উপর চালিয়েছে নানা নির্যাতন। আর নির্যাতন থেকে রক্ষা পেতে মানুষ ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে তাদের দেশ থেকে তাড়িয়ে দেন।’ 

শেখ পরিবারের লোকজন দেশের ব্যাংক ডাকাতি ও  সব ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি লুটপাটকারী দল। তারা যখনই ক্ষমতায় যায়, তখনই দেশে শাসনের নামে লুটপাট করে। দেশকে শেষ করে দেয়। তারা দেশের মানুষের মঙ্গল চায় না।’

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বয়ক মো. রফিকুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানর রহমান রিপন প্রমুখ।

সৈয়দ বশির আহম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর