Logo
Logo

সারাদেশ

উন্নত জাতের শিম চাষে আগ্রহ বাড়ছে

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯

উন্নত জাতের শিম চাষে আগ্রহ বাড়ছে

যশোরের ঝিকরগাছা উপজেলায় কৃষি বিভাগের সহযোগিতায় উন্নত জাতের কেরালা শিম চাষে বাম্পার ফলন পাচ্ছে কৃষকরা। তাদের সাফল্যে এখন উৎসাহী হয়ে উঠছেন স্থানীয় শিম চাষিরা।  

জানা যায়, হাইব্রিড এই আগাম শিমের ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন ঝিকরগাছার কৃষকরা। এই শিমের আবাদ কৃষকদের কাছে ইন্ডিয়ার কেরালা শিম চাষ নামে পরিচিত।

শিম চাষি মামুন মিয়া জানান, চলতি মৌসুমে শীতের আগেই এক বিঘা জমিতে কেরালা শিম চাষ করি৷ অন্য শিমের তুলনায় এই শিমে রোগবালাইও অনেক কম বলে খরচও কম হয়েছে।

ইকবল হোসেন বাবলু বলেন, গত বছর শিম চাষে বাজারে দাম না পাওয়াতে অনেক ক্ষতি হয়েছে। তবে এবার বিঘায় ১৪-১৫ হাজার টাকা খরচ করে ৪০-৫০ হাজার টাকার শিম বিক্রি করা সম্ভব হবে। 

আরও কয়েকজন কৃষকরা জানান, বিগত কয়েক বছরের তুলনায় এবার বাজারে সবজির দাম ভালো পাচ্ছেন। ফলে এই শিমের বর্তমান বাজারে চাহিদার তুলনায় আগামীতে অনেক বৃদ্ধি পাবে।

স্থানীয় ঝিকরগাছা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রোকুনুজ্জামান বলেন, উপজেলা কৃষি বিভাগের সার্বিক পরামর্শে উন্নত জাতের এই কেরালা শিমের চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। আশাবাদী এবার চাষীরা ভালো লাভবান হবেন।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর