Logo
Logo

সারাদেশ

নেত্রকোনায় ভাইয়ের হাতে ছোটভাই খুন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪

নেত্রকোনায় ভাইয়ের হাতে ছোটভাই খুন

নেত্রকোনায় পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোটভাই আফজাল হাসান হৃদয় (২৮) খুন হয়েছেন। 

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আফজাল হাসান হৃদয় পূর্বধলা উপজেলার জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সকালে তা চরম পর্যায়ে পৌঁছে যায়। এদিন নিহতের বড়ভাই মেহেদী হাসান ইকবাল (৪০) ছোটভাই হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও কপালে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রুপা আক্তার জানান, তারা দুইভাই পৈতৃক জমি-জমা সমানভাবে ভাগাভাগি করেছে আগেই। কিন্তু বড়ভাই জমি নিয়ে অসন্তুষ্ট ছিল। তাই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করছিল টের পেয়ে আমি স্বামীকে নিজ ঘরে আটকিয়ে রাখি। কিন্তু সকালে ঘর থেকে বেড় হতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জড়িত নিহতের বড়ভাই ইকবাল গা ঢাকা দিয়েছেন। বর্তমানে আইনি ব্যবস্থা চলমান।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর