গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৭
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক বিরোধী অভিযানে ৮২টি ইয়াবা ট্যাবলেটসহ রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রাসেল মিয়া উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাসেল মিয়ার বসতবাড়ি থেকে ৮২টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।
আতিকুর রহমান/এমবি