Logo
Logo

সারাদেশ

নরসিংদীতে আজও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

Icon

জেলা প্রতিনিধি, নরসিংদী

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫৩

নরসিংদীতে আজও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা দ্বিতীয় দিনে গড়াল। এতে চারজন আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয়রা জানায়, পাঁচদোনায় আধিপত্য বিস্তারে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ওরফে লালু মেম্বার ও সাবেক যুবদল নেতা মোসাদ্দেক হোসেনের মধ্যে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনেও হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণসহ বেশ কিছু অস্থায়ী দোকানপাটে হামলা হয়। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় দেখা দেয় তীব্র যানজট। মঙ্গলবারও সংঘর্ষে জড়ায় এই দুই গ্রুপ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের চলমান বিবাধ নিয়ে দ্বিতীয় দিনে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সুমন রায়/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর