Logo
Logo

সারাদেশ

শেরপুরে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:২৭

শেরপুরে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি বিজিবি ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নালিতাবাড়ি উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়াউল হোসেনের ছেলে আলী হোসেন (২৬)।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, একটি মাইক্রোবাসে করে মাদক কারবারিরা এই মদ নিয়ে যাচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাইক্রোবাসটিকে তল্লাসী করে এসব মাদক উদ্ধার করে। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 


এসএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর