Logo
Logo

সারাদেশ

বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

Icon

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২

বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

পঞ্চগড় সদরের অমরখানা সীমান্ত এলাকা থেকে ওয়াসিম (১৫) নামের এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় ওই কিশোরকে ফেরত চেয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে ওই কিশোরকে ধরে নিয়ে যায় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা। আটক কিশোর ওয়াসিম অমরখানা ইউনিয়নের সেনপাড়া গ্রামের রেজাউল করীমের ছেলে।

নীলফামারী ৫৬-বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন কিশোর ভারতের সীমান্তে প্রবেশ করে। এ সময় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। সবাই পালিয়ে গেলও বিএসএফের হাতে ওয়াসিম ধরা পড়ে। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ওয়াসিম নামের ওই কিশোরসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করে। বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালাতে পারলেও ওয়াসিমকে ধরে নিয়ে যায় বিএসএফ। আমরা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছি।

এসকে দোয়েল/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর