Logo
Logo

সারাদেশ

সংযোগ সড়কের অভাব, ১৭ লাখ টাকায় নির্মিত সেতু জলে

Icon

সিংগাইর প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১২

সংযোগ সড়কের অভাব, ১৭ লাখ টাকায় নির্মিত সেতু জলে

ছবি : প্রতিনিধি

ব্রিজ নির্মাণ ও উদ্বোধনের এক যুগ পার হলেও সংযোগ সড়কের অভাবে প্রায় ১৭ লাখ টাকা পড়ে আছে চারা ভাংগা খালের জলে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধির উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুর সুবিধা ভোগ করতে পারছেন না স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাংঙ্গা বাগারচর কবরস্থান সংলগ্ন খালে জনসাধারণের চলাচলের জন্য একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সে মোতাবেক ২০১৩-২০১৪ অর্থ বছরে প্রকল্প বাস্তববায়ন অফিস দরপত্র আহ্বান করেন।

সেতুটি নির্মাণের কাজ পান জনৈক এক ঠিকাদার। সেতুটির প্রাক্কলিন ব্যয় ধরা হয় ১৬ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা । ১১ বছর ধরে নিঃসঙ্গতায় পড়ে থাকলেও স্থানীয় কৃষকরা তাদের ধান, পাট, খর শুকানোর নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে। খালের উপর সেতুটি কাজে না আসায়  দুই গ্রামের লোকজনের মাঠের ফসল সংগ্রহ  করতে বেশ কষ্ট পেতে হচ্ছে। কৃষকদের  উৎপাদিত ফসল বাড়িতে নিয়ে আসতে অনেক পথ ঘুরতে হচ্ছে। এছাড়া চরচারা ভাংগা-বাঘারচর এলাকায় রয়েছে একটি কবরস্থান। কেউ মারা গেলে বিকল্প কোনো রাস্তা  না থাকায় নৌকা দিয়ে তার লাশ পরিবহন করে দাফনের ব্যবস্থা করতে হয়। চর এলাকার বিভিন্ন হাট বাজারে তাদের  শাক-সবজি সঠিক সময়ে বহন করতে না পারায় ন্যায্য  দাম পাচ্ছেন না কৃষকরা। এতে চাষিরা অনেক ক্ষেত্রে লোকসানের শিকার হচ্ছেন।

কৃষক ইউসুফ মাদবর বলেন,  ‘ব্রিজ আমাদের কোনো কাজে আসছে না। ক্ষেতের ফসল আনতে হয় পানি ডিঙিয়ে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব উজ্জ্বল হোসেন বলেন, ‘জনদুর্ভোগ লাঘবে তাড়াতাড়ি ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণ করার উদ্যোগ নিতে হবে।’

এ বিষয়ে সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন বলেন,  ‘সংযোগ  সড়ক যাতে সংস্কার কিংবা মেরামত হয় এ ব্যাপারে  ব্যবস্থা নেওয়া হবে।

সাইফুল ইসলাম শিকদার/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর