Logo
Logo

সারাদেশ

ফুলগাজীতে নবাগত স্বাস্থ্য কর্মকর্তার যোগদান

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:০৪

ফুলগাজীতে নবাগত স্বাস্থ্য কর্মকর্তার যোগদান

ফেনীর ফুলগাজীতে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

বুধবার (১৮ ডিসেম্বর) ফুলগাজী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। 

৩৩তম বিসিএস’র (স্বাস্থ্য) কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম কিবরিয়া ইতিপূর্বে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের মহাপরিচালকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। তার স্ত্রীও একজন চিকিৎসক।

বুধবার নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা, কর্মচারীরা। উপজেলার স্বাস্থ্যখাত উন্নয়নে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন ডা. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর