বাগেরহাটে ২১ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১৪:৩১
ছবি : বাংলাদেশের খবর
মূল্য তালিকা না থাকা, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে বাগেরহাটে ২১ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনব্যাপী মোল্লাহাট উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন। এসময় ভেজাল ও মেয়াদউত্তীর্ণ কিছু পণ্য ধ্বংস করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেছে।
আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জনসচেতনতা বৃদ্ধিসহ ভোক্তা অধিকারবিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট-প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামীতে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি।
এটিআর