গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬
গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করেন দুদক গোপালগঞ্জের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল।
হাসপাতালের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ার পর দুদক এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সরকারি ওষুধের হিসাবে অনিয়ম, সঠিক সময়ে ডাক্তার না আসা, দীর্ঘদিন ধরে এক্সরে মেশিন, সিটিস্ক্যান মেশিন, এমআরআই মেশিন অচল থাকা, রোগীদের জন্য রান্না করা অস্বাস্থ্যকর খাবার, টিকিটের অতিরিক্ত মূল্য নেওয়া, এবং অর্থের বিনিময়ে সার্টিফিকেট বাণিজ্যের প্রমাণ সংগ্রহ করা হয়। এই বিষয়ে তদন্ত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
হাসপাতালের উপ-পরিচালক ডা. জীবিতেশ বিশ্বাস অভিযোগের বিষয়ে বলেন, ‘অভিযোগগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দুদক উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, ‘দীর্ঘ সময় ধরে এই হাসপাতালটি পর্যবেক্ষণ করেছি। ডাক্তাররা সঠিক সময়ে হাসপাতালে আসেন না, টিকিটের মূল্য ১০ টাকার পরিবর্তে ২০-৩০ টাকা নিচ্ছে। রোগীরা কেন হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তা তদন্ত করে দেখছি।’
পলাশ সিকদার/এআরএস/এমআই