Logo
Logo

সারাদেশ

সাবেক এনএসআই কর্মকর্তার বাড়িতে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:০৮

সাবেক এনএসআই কর্মকর্তার বাড়িতে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় কাবিল ভূঁইয়া বাড়ির সাবেক এনএসআই কর্মকর্তা সালেহ আহমেদ ভূঁইয়ার ছোট পুত্র প্রবাসী মিনহাজ উদ্দিন ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ফুলগাজী ক্যাম্প কমান্ডার বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দাখিল করেন তিনি।

জানা গেছে, সাবেক এনএসআই কর্মকর্তা সালেহ আহমেদ ভূঁইয়ার সাত ছেলের মধ্যে তিনজন ঢাকাতে বসবাস করেন। প্রবাসী মিনহাজ উদ্দিন ভূঁইয়াসহ অন্য তিন ভাইয়ের পরিবার ফেনীতেই বসবাস করেন। চতুর্থ ভাই মেজবাহ উদ্দিন ভূঁইয়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। 

বিগত বছরগুলোতে পাঠাননগর নুরুল হক স্কুলের পাশে এলাকার কিশোর গ্যাং ও মাদক সেবিদের দ্বারা প্রবাসী মিনহাজের ভাতিজি ও অন্যান্য ব্যক্তিরা অপদস্থ হয়েছিল। এর প্রেক্ষিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানান এবং স্থানীয় সংবাদপত্রে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

মিনহাজ উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, গত ১৫ ডিসেম্বর রাতে তার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তার পরিবারের সাত ভাইয়ের মধ্যে দুটি ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বিশেষ করে তার চতুর্থ ভাই মেজবাহ উদ্দিন ভূঁইয়ার ঘরের তালা ভেঙে আলমিরা ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা চুরি হয়। অপর ঘরগুলোর তালা ভাঙার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়ে হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে।

আমাদেরকে ইনডাইরেক্টলি হেনস্তা ও আমাদের পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেয়া হয়। এটা যদি চলতে থাকে তাহলে আমাদের মত প্রবাসীদের জীবনের নিরাপত্তা কোথায় আমরা তাদের নামও নিতে পারছি না। বর্তমানে  কোন প্রতিবাদও করতে পারতেছি না। 

বিষয়টি নিয়ে মিনহাজ উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেছেন, তাদের পরিবারকে হেনস্তা করা হচ্ছে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার প্রতি হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা এখন কোনো প্রতিবাদও করতে পারছি না। আমাদের প্রবাসীদের জীবনের নিরাপত্তা কোথায়, সেটা কেউ বুঝতে পারছে না।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর