ফেনীতে ঢাকাস্থ সোনাগাজী সমিতির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬
ফেনীর সোনাগাজীতে ঢাকাস্থ সোনাগাজী সমিতি ঢাকার ২০২৪ সেশনের বৃত্তি পরীক্ষা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সোনাগাজী ইসলামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা কেন্দ্রে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা এবং বখতারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমিতি সূত্রে জানা যায়, উপজেলার প্রায় ২ হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন সোনাগাজী সমিতি ঢাকার সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মেজবাহ উদ্দিন খান কিসলু, সহসভাপতি সাবেক সচিব মাহবুবুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক ও এলজিইডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রাজ, সাংবাদিক আমির হোসেন জনি, তথ্য ও গবেষণা সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, প্রচার সম্পাদক আকরাম হোসেন রিংকু, দপ্তর সম্পাদক নুর করিম, সহদপ্তর সম্পাদক হেলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, কার্যকরী কমিটির সদস্য বিএনপি নেতা মুহসিন পাটোয়ারী, সাংবাদিক কাওছার মাহমুদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিল্পপতি রেজাউল বিল্লাহ শিমুলসহ সোনাগাজীর বিশিষ্ট গুণীজনেরা।
বৃত্তি পরীক্ষা শেষে সোনাগাজী কামিল মাদরাসায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সমিতির নেতৃবৃরাসহ সমবায় দলের সেক্রেটারি ড. নিজাম উদ্দিন, সাংবাদিক আবু তাহের, অধ্যাপক কাওচার, মাদরাসার অধ্যক্ষ ইবরাহিম খলিলসহ প্রমুখ।
এমরান পাটোয়ারী/এমবি