‘ছাত্র-জনতা ভারতের দাদাগিরি আর মেনে নেবে না’
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২
ফেনীর ফুলগাজীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ফুলগাজীর স্থানীয় গার্লস হাইস্কুল মাঠে সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির ডা. নুর নবী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম ও ফুলগাজী উপজেলা আমির জামাল উদ্দিন চৌধুরী।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ২৪এর ছাত্র-জনতা ভারতের আধিপত্যবাদ ও তাদের দাদাগিরি আর মেনে নেবে না। কেউ কালো হাত বাড়ালে সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। দেশের দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত, যে কোনো আগ্রাসী শক্তির ষড়যন্ত্র রুখে দিতে সদা প্রস্তুত।
অধ্যাপক আবু ইউসুফ বলেন, আমারা ফেনী নদী ও মুহুরীর চর পুনরুদ্ধার করবো। মুহুরী কহুয়া নদীর পানির হিস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী আদায় করে ছাড়বো, ইনশাআল্লাহ।
মাওলানা আবদুর রহিম বলেন, ফেনীকে আক্রমণ করে চিকেন নেক থেকে চট্রগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার ভারতীয় দুঃস্বপ্ন আল্লাহর রহমতে অচিরেই মিটে যাবে।
এমরান পাটোয়ারী/এমবি