Logo
Logo

সারাদেশ

বরগুনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯

বরগুনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবি : সংগৃহীত

বরগুনার আমতলীতে খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিদ্দিক মৃধা নামের এক ব্যক্তি বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বরগুনার আমতলী উপজেলার খাকদান গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উপজেলার খাকদান গ্রামের ৯ বছরের প্রতিবন্ধী শিশু খাবার কিনতে দোকানে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকার মুজা মৃধার ছেলে সিদ্দিক মৃধা খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে তার বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করেছে বলে পরিবারের অভিযোগ। ওই শিশু বাড়িতে এসে তার পরিবারকে এই ঘটনা জানায়। 

তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান। 

শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘ আমার প্রতিবন্ধী মেয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল। পথিমধ্যে সিদ্দিক মৃধা মেয়েকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খাঁন বলেন, ‘প্রতিবন্ধী শিশুটির রানে রক্ত লেগে আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘পুলিশের সহযোগিতায় শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

সুমন রশিদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর