Logo
Logo

সারাদেশ

ধুনটে জলাশয় রক্ষা ও জীবনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭

ধুনটে জলাশয় রক্ষা ও জীবনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

বগুড়ার ধুনটে জলাশয় রক্ষা ও জীবনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ধুনট উপজেলার রুদ্রবাড়ি গ্রামের সচেতন জনগণ ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনে স্থানীয় মানুষদের মধ্যে প্রতিবাদ ও ক্ষোভ দেখা যায়।

স্থানীয়রা জানান, রুদ্রবাড়ি গ্রামের তারা চন্দ্র দাসের ছেলে প্রদীপ কুমার দাস, যিনি আওয়ামী লীগের ইউনিয়ন নেতা ও আওয়ামী ক্যাডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভুয়া মৎস্যজীবী দেখিয়ে একটি জলাশয় দখল করে মাছ চাষ করছে। ফলে স্থানীয় মৎস্যজীবীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ তালুকদার অভিযোগ করেছেন, প্রদীপ কুমার দাস বিশেষ মহলকে খুশি করার জন্য তার নামে মিথ্যা অভিযোগ তুলেছেন। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রদীপ কুমার দাস কোনো মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য না হয়েও ক্ষমতার অপব্যবহার করে জলাশয়টি দখল করেছে। তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করে আর্থিকভাবে লাভবান হলেও প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছেন।

এছাড়াও গত ৫ আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রদীপ কুমার দাস অপপ্রচার চালিয়ে দাবি করেন যে, তার লোকজন ও এলাকাবাসী ওই জলাশয়টি বেদখল করার চেষ্টা করছে। এই অভিযোগে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার সকালে গ্রামবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা প্রশাসনের কাছে জলাশয়টি রক্ষার দাবি জানান এবং প্রদীপ কুমার দাসের অপব্যবহার রোধে সুদৃষ্টি কামনা করেন।

এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর