কেন্দুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২৪ সালের মেধা বৃত্তি পরীক্ষা সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার পৌর এলাকার কেন্দুয়া সরকারি কলেজে এই মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
জানা গেছে, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাতটি স্কুলের ১৯৬ জন পরীক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। স্কুলগুলো হলো- নতুন কুঁড়ি শিশু একাডেমি, মুকুল বিদ্যা নিকেতন, সানরাইজ কিন্ডারগার্টেন, রেইনবো কিন্ডারগার্টেন, দিশারী কিন্ডারগার্টেন, চাইল্ড পাওয়ার কিন্ডারগার্টেন ও পাইকুড়া ফ্রি ক্যাডেট।
পরীক্ষার দায়িত্ব ছিলেন- কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও নতুন কুঁড়ি শিশু অ্যাকাডেমির পরিচালক মো. মনিরুজ্জামান, মহাসচিব ও মুকুল বিদ্যা নিকেতনের পরিচালক সাহিনা আক্তার, আহ্বায়ক ও সানরাইজ কিন্ডারগার্টেনের পরিচালক হিমেল আহম্মেদ, সহকারী শিক্ষক মো. মাহবুব আলম (পরীক্ষা নিরীক্ষক), সোহাগ গাজী (পরীক্ষা নিরীক্ষক), চাইল্ড পাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষক মো. জুয়েল মিয়া, রেইনবো কিন্ডারগার্টেনের শিক্ষক মো. সাফায়েত আহম্মেদ, দিশারী কিন্ডারগার্টেনের শিক্ষক মো. আবুল মনসুর ও পাইকুড়া কিন্ডারগার্টেনের শিক্ষক মো. কামরুল ইসলাম প্রমুখ।
এমবি