সোনাগাজীতে ইসলামী শ্রম নীতি বাস্তবায়নে দাবি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫
`শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনাগাজীতে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সোনাগাজী উপজেলার পৌর সভার মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মাঈন উদ্দিন। সঞ্চালনায় ছিলেন পৌর শাখার সভাপতি মো. আজহারুল ইসলাম এমরান।
দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী জেলা সভাপতি ফারুক আহাম্মেদ ভঞা, জামায়াতে ইসলামীর ফেনী জেলার কর্ম পরিষদের সদস্য ইন্জিনিয়ার ফখরুদ্দিন, দলটির সোনাগাজী উপজেলা আমির মাওলানা মো. মোস্তফা, সেক্রেটারি বদরুদ্দোজা, পৌর শাখার আমির মাওলানা কালিম উল্যাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক এম এ মতিন, সোনাগাজী উপজেলা সহসভাপতি মোহাম্মদ আলী ফরহাদ, অ্যাডভোকেট আব্দুর রহিম মামুন, সাবেক ইসলামী ছাত্রশিবিরের নেতা শাহীনুর হোসেন প্রমুখ।
দ্বিবার্ষিক সম্মেলনে সকাল থেকে দলে দলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসে অংশগ্রহণ করেন। বক্তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জোর দাবি জানান।
এমরান পাটোয়ারী/এমবি