প্রতীকী ছবি
শেরপুর সদরে অটোরিকশা চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামের একটি খেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর থানাপুলিশ।
নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৮)। তিনি চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ।
জানা গেছে, দেলোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর শুক্রবার বেলা ১১ টার দিকে এলাকার কয়েকজন দেলোয়ারের শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী এলাকা চরভাবনা কান্দাপাড়া গ্রামের একটি খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়
এদিকে নিহতের পরিবারের অভিযোগ, দেলোয়ার হোসেনকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে এসআই বাপ্পা ঘোষ বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে মারধরের চিহ্ন দেখা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে দেলোয়ারকে হত্যা করা হয়েছে।’
পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনাটির তদন্ত এবং জড়িতদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে বলেও জানান তিনি।
এসএস/এটিআর