পূর্বধলায় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭
নেত্রকোনার পূর্বধলায় প্রথমবারের মতো গনিত শিক্ষক ফোরামের উদ্যোগে গনিত অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমবারের গণিত অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির উপজেলার ৪১টি স্কুল ও মাদরাসার ৮৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী মামুন, পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহম্মদ খান রতন প্রমুখ।
এমজে