Logo
Logo

সারাদেশ

নীলফামারীতে গাছে ঝুলছিল নারীর লাশ

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:২০

নীলফামারীতে গাছে ঝুলছিল নারীর লাশ

নীলফামারীর ডোমার-ডিমলা সংযোগকারী ফরেস্ট এলাকা থেকে ভরশা মনি (২৬) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ডোমার থানাধীন মেলাপাঙ্গা গ্রামের দুলু মিয়ার কন্যা।

জানা গেছে, ভরশা মনির বিয়ে হয়েছিল ডিমলা উপজেলার নাউতারা গ্রামের সাদ্দাম হোসেনের সাথে। তিনি দুই সন্তানের জননী। দুই-তিন মাস ধরে তিনি পিতার বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার সকালে ডোমার-ডিমলা সংযোগকারী ফরেস্ট এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, মৃতদেহ ডোমার থানাধীন এলাকায় হওয়ায় আমরা ডোমার থানায় হস্তান্তর করি।

রাসেদ খান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর