Logo
Logo

সারাদেশ

আন্দোলনকারী ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধ নই : জ্বালানি উপদেষ্টা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০০

আন্দোলনকারী ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধ নই : জ্বালানি উপদেষ্টা

জুলাই-আগস্টের আন্দোলনকারী ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধ নই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় এবং রেলপথ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রীয় সফরে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করতে চাই, কারো প্রতি আমাদের দায়বদ্ধতা নাই। শুধু জুলাই-আগস্টের নিহত এবং আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রতি দায়বদ্ধতা রয়েছে।’

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ভারতের আদানি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানি বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক চুক্তি। সুতরাং এটা হুট করে বন্ধ করে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে বিভিন্ন চুক্তি হয়েছে যা দেশের স্বার্থে হয়নি। আপনারা জানেন, ২০১০ সালের আইনের অধীনে অনেক অন্যায় করা হয়েছে। যার ফলে আমরা এই আইন বাতিল করেছি। বিগত সময়ে বিদ্যুৎ আমদানি বিষয়ে যেসব চুক্তি হয়েছে।’

সাবেক বিচারপতি ডা. মঈনুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে বিশেষজ্ঞরা আছেন, উনারা এইসব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন। এই কমিটি আদানির কোম্পানিসহ ৭ টা বিষয়ে কাজ করতেছেন। উনারা কাজ শেষে যে গাইডলাইন দেবেন, তার উপর ভিত্তি করে আমরা চিন্তা করব কার সাথে চুক্তি রাখব আর কার সাথে রাখব না।’ 

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী প্রমুখ।

আব্দুর রউফ ভুঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর