Logo
Logo

সারাদেশ

‘জামায়াত নারীদের চাকরি করতে দেবে না, এটি অপপ্রচার’

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

‘জামায়াত নারীদের চাকরি করতে দেবে না, এটি অপপ্রচার’

জামায়াত নারীদের চাকরি করতে দেবে না, এটি একটি অপপ্রচার বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘আমাদের পরিবারের অনেক নারী সদস্য ব্যবসা করছে, চাকরি করছে। আমার স্ত্রী একজন অধ্যাপক। আমার মেয়ে চিকিৎসক। নারীদের চাকরি করতে না দিলে তো আমার পরিবারেই চাকরি থাকছে না। আমরা কারো ওপর কোনোকিছু চাপিয়ে দেব না।’

শনিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংখ্যালঘুর বিষয়েও একটি মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমরা সংখ্যালঘুদের পাশে সব সময় আছি। প্রত্যেকেই তার ইচ্ছা অনুযায়ী অধিকার নিয়ে বসবাস করতে পারবে। জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায়।’

সাবেক এমপি তাহের বলেন, ‘ইতিহাস বলে, ফ্যাসিজম বিদায় নিলে আর ক্ষমতায় আসতে পারে না। সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা চাই, ২০২৫ সালের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তিন থেকে ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে, সেটাই জাতির প্রত্যাশা এবং জামায়াতের দাবি।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান প্রমুখ।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর