Logo
Logo

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই নিহত হন আবু হানিফ (২৭) ও তার শালিকা যুথি খাতুন (১৪)। গুরুতর অবস্থায় তার স্ত্রী ফাতেমা খাতুনকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান।  

এ বিষয়ে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘দুপুরে আড়াইটার দিকে মোটরসাইকেলে করে আবু হানিফ তার শালি ও স্ত্রীকে নিয়ে নাটরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরে কাছে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু হানিফ ও তার শালি যুথির মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় উদ্ধার করে ফাতেমাকে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি মারা যান।’

এ ঘটনায় মমলা দায়ের করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর