সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬
ছবি : বাংলাদেশের খবর
রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহত হন আবু হানিফ (২৭) ও তার শালিকা যুথি খাতুন (১৪)। গুরুতর অবস্থায় তার স্ত্রী ফাতেমা খাতুনকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান।
এ বিষয়ে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘দুপুরে আড়াইটার দিকে মোটরসাইকেলে করে আবু হানিফ তার শালি ও স্ত্রীকে নিয়ে নাটরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরে কাছে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু হানিফ ও তার শালি যুথির মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় উদ্ধার করে ফাতেমাকে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি মারা যান।’
এ ঘটনায় মমলা দায়ের করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এমজে