ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিংপাড়া আন্ডারপাসে ঘন কুয়াশায় ৬ যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন।
রোববার (২২ ডিসেম্বর) সকালে সিংপাড়া আন্ডারপাসে মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সিংপাড়া আন্ডারপাসে মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসসহ এনা, সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের আরও তিনটি যাত্রীবাহী পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন।
ওসি জানান, দুর্ঘটনাবকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে।
ওএফ