চাঁদা না দিলেই করতেন মারধর, অবশেষে গ্রেপ্তার এরশাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মৎস্য ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার আসামি নুরে আলম এরশাদকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হরিশচন্দ্র পট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরশাদ (৩৮) উপজেলার লাখুহাটি এলাকার মো. তোতা মিয়ার ছেলে। চাঁদা না দিলে তিনি মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে থানায় মামলাও হয়েছে।
কিশোরগঞ্জের র্যাব-১৪ সিপিসি- ২ এর সদস্যরা অভিযান চালিয়ে হোসেনপুর থানায় মৎস্য ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজী ও হত্যা চেষ্টা মামলার আসামী নুরে আলম এরশাদ(৩৮) গ্রেফতার করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম জানান, গত ২৩ নভেম্বর কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স কল্যাণী ফিস প্রোডাক্ট লিমিটেডের লাখুহাটি মৌজাস্থ পানান বিলে মাছ ব্যবসাকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতকারী চাঁদা দাবি করে এবং হত্যার উদ্দেশ্যে কর্মচারীর উপর হামলা করে। পরে গত ২৪ নভেম্বর মো. মশিউর রহমান (৩৯) বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা করেন। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এই বিষয়ে র্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে হোসেনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আব্দুর রউফ ভূঁইয়া/এমজে