Logo

সারাদেশ

গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫

গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় রাস্তা পারাপারের সময় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। 

জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রাস্তা পারাপারের সময় দিনাজপুর থেকে আসা একটি ট্রাক চাপা দিলে লুকাস মুরমু (৩০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।  নিহত লুকাস গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের চামগাড়ী এলাকার হোপনা মুরমু'র ছেলে।

অপরদিকে একইদিন ভোরে শহরের বনফুল হোটেলের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাতনামা একটি ট্রাকচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী ঘটনাস্থলে নিহত হন। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘন কুয়াশার মধ্যে সড়ক পারাপরের সময় দুর্ঘটনা ঘটতে পারে।  লুকাস মুরমু’র লাশ তার স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।  অপর দুর্ঘটনায় ওই নারীর মাথাপিষ্ট হওয়ায় তার কোনো পরিচয় পাওয়া যায়নি।  লাশটি মর্গে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর