Logo
Logo

সারাদেশ

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে লংমার্চ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৭

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে লংমার্চ

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবি এবং কুমিল্লার দক্ষিণের প্রবেশপথ পদুয়ার বাজারকে ‘মরণ ফাঁদে’ রূপান্তরের প্রতিবাদে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার থেকে কুমিল্লা শহর অভিমুখে লংমার্চ করেছেন কুমিল্লা সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ ও লালমাই উপজেলার সর্বস্তরের মানুষ। 

লংমার্চে নেতৃত্ব দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। এ সময় কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি প্রদান শেষে সাবেক এমপি মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর