Logo
Logo

সারাদেশ

পূর্বধলায় নতুন ইউএনও’র যোগদান

Icon

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৯

পূর্বধলায় নতুন ইউএনও’র যোগদান

ছবি : প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রেজওয়ানা কবির।

সদ্য বিদায়ী ইউএনও মো. খবিরুল আহসানের স্থলে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পূর্বধলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার পদে এটি তার দ্বিতীয় কর্মস্থল।

রেজওয়ানা কবির ৩৫ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে কর্মজীবন শুরু করেন।  তারপর তিনি মানিকগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, ‘সকলের সহযোগিতায় পূর্বধলা উপজেলাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব।’

মো. শফিকুল ইসলাম খান/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর