গোপালগঞ্জে জেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ২০:১৭
গোপালগঞ্জে জেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বিকালে শহরের বড়বাজার ভবনের ২ তলায় দলটির কার্যালয় উদ্বোধন করেন নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ স্থানীয় নেতারা।
এ সময় সেলিম ও জিলানী বলেন, আজ যেটা উদ্বোধন করা হলো এটাই গোপালগঞ্জ জেলা বিএনপির মূল ও প্রধান কার্যালয়। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করতে এবং দল আরো শক্তিশালী ভাবে গড়ে তুলতে অচিরেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করা হবে।
পলাশ সিকদার/এমবি