খানসামা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩
দিনাজপুরের খানসামা উপজেলা প্রেস ক্লাবের ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক গনকণ্ঠের প্রতিনিধি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী। আর সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. নুরনবী ইসলাম।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এর আগে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান শাহ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি সাজু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম রকি, দপ্তর ও অর্থ সম্পাদক দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি জে আর জামান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক দৈনিক বাংলাদেশ কণ্ঠের প্রতিনিধি চৌধুরী নুপুর নাহার তাজ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক মুক্ত খবরের উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম চৌধুরী।
জে আর জামান/এমবি