Logo
Logo

সারাদেশ

কালিয়াচাপড়া চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ২০:১৮

কালিয়াচাপড়া চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সর্বস্তরের জনগণ ও বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে কালিয়াচাপড়া চিনিকল পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পুলেরঘাট উপশহরের পাকুন্দিয়া রোডের মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সহসম্পাদক আলহাজ মো. মোকারম হোসেন। এছাড়া বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আসাদ রেজা, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম বকুল, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির যুব দলের মো. স্বপন মিয়া, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ কাদির এবং চৌদ্দশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ করিম প্রমুখ।

সমাবেশে বক্তারা দাবি জানান, কালিয়াচাপড়া চিনিকলটি আলহাজ মাতলব আহমেদ থেকে উদ্ধার করে অচিরেই পুনরায় চালু করতে হবে।

আব্দুর রউফ ভুঁইয়া/এমএইচএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর