Logo

সারাদেশ

সোনাগাজীতে বিএনপির আনন্দ মিছিল

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৪২

সোনাগাজীতে বিএনপির আনন্দ মিছিল

ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপি।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে এ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আহ্বায়ক কমিটির সদস্যসচিব সৈয়দ আলম ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দেন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন কমিশনার, সদস্যসচিব নিজাম উদ্দিন প্রমুখ।

আনন্দ মিছিলটি ডাকবাংলা হয়ে বখতার মুন্সি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর