ধনবাড়ীতে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩
টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের রাজ্জাক মাস্টার ছেলে বিজলী (৫১), বেরীপটল গ্রামের মৃত ইনছান আলীর ছেলে কদ্দুছ আলী (৩১), ধোপাখালী ইউনিয়নের দয়ারামবাড়ী গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে কবির হোসেন (২১), ধনবাড়ী পৌরসভার নলহরা গ্রামের আব্দুল খালেকের ছেলে মিনহাজ উদ্দিন (২৮) ও বীরতারা ইউনিয়নের চকপাড়া গ্রামের নাজিম মন্ডলের ছেলে মো. শাহ আলম (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহর নেতৃত্বে এসআই মনোয়ার, এসআই আলমাস, এসআই মনিরুজ্জামান, এএসআই ইকবাল হোসেন ও এএসআই হাকিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। বৃহস্পতিবার রাতের এই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ওই আসামিদের শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
এমবি