Logo

সারাদেশ

একদিনের ব্যবধানে সীমান্তে আরও এক প্রাণহানি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫

একদিনের ব্যবধানে সীমান্তে আরও এক প্রাণহানি

ছবি : সংগৃহীত

মাত্র একদিনের ব্যবধানে সিলেট সীমান্তে ঝরল আরও এক তাজা প্রাণ। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার গোয়াইনঘাট উপজেলাধীন বিছনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে এক তরুণ নিহত হয়েছেন।

নিহত তরুণের নাম সবুজ মিয়া (২০)। তিনি উপজেলার ভিতরগুল পাহাড়তলি গ্রামের আবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিছনাকান্দি সন্ধ্যায় দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলার থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটলিয়ানের দমদমিয়া বিওপি’র সুবেদার মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ উদ্ধার করতে পারেনি।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভারত সীমান্তের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে নিহত হন পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।

রেজাউল হক ডালিম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর