Logo

সারাদেশ

সিলেটে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৯

সিলেটে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সারিঘাট বাজারের পাশে দক্ষিণ সারিঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি বাংলাদেশের খবর’কে নিশ্চিত করেছেন।

ওসি আবুল বাশার বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে ওই লাশটি উদ্ধার করেন।

তিনি আরও বলেন, লাশ পাওয়া যুবক মানসিক ভারসাম্যহীন। তবে তার পরিচয় শনাক্তকরণে কাজ করছে পুলিশের সংশ্লিষ্ট টিম।

রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর