Logo

সারাদেশ

চন্দনাইশে দুই সন্তানের জননীকে পুড়িয়ে হত্যা , স্বামী আটক

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩

চন্দনাইশে দুই সন্তানের জননীকে পুড়িয়ে হত্যা , স্বামী  আটক

চট্টগ্রামের চন্দনাইশে যৌতুকের দাবিতে স্বামীর নিক্ষেপ করা অকটেনে আগুন লেগে পুড়ে স্ত্রী নাজমা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাশিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ হাশিমপুর বাউলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামী আবদুল জব্বার রান্নাঘরে রান্না করতে থাকা স্ত্রী নাজমার দিকে অকটেন ছুড়ে মারেন। অকটেন চুলার আগুনে লেগে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে নাজমার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাই মোহাম্মদ তারেক।

নাজমার ভাই অভিযোগ করে বলেন, আমার বোনের বিয়ে হয়েছিল ৬ লক্ষ টাকার দেনমোহরে। দুই সন্তানের মা নাজমাকে যৌতুকের জন্য নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। শেষ পর্যন্ত অকটেন দিয়ে আগুন লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন জানান, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে দোহাজারী পৌর এলাকা থেকে অভিযুক্ত স্বামী আবদুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে ঘটনায় জড়িত স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

এম হেলাল উদ্দিন নিরব/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর