গাজীপুর
২৪ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ, ৩২ কিলোমিটার জুড়ে যানজট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:২২
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ২৪ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকরা।
গতকাল শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু করে রোববার (১০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মহানগরের মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করছেন। এতে টঙ্গীর আব্দুল্লাহপুর থেকে ময়মনসিংহ রোডের হোতাপাড়া পর্যন্ত ৩২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
রোববার সকাল থেকেই সড়ক অবরোধ থাকার কারণে শত শত কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়েন। অবরোধের ফলে ময়মনসিংহ, টাঙ্গাইল ও ঢাকার দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। ওই গ্রুপের ৬টি কারখানার চার মাসের বেতন বকেয়া আছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ অবস্থায় শনিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মালিকপক্ষের থেকে সমাধান না আসায় বিক্ষোভ অব্যাহত রাখেন শ্রমিকরা। এতে ২৪ ঘণ্টা বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, ‘গত এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ ছিল। সেপ্টেম্বরে কারখানা খুললেও দুই মাসের বেতন না দিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছে। আমাদের চার মাসের বেতন বকেয়া পড়েছে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে হয়েছে।’
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতন সংক্রান্ত সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া বলেন, ‘গতকাল (শনিবার) মালিক পক্ষ বিজিএমইএর সঙ্গে আলোচনায় বসেন। রোববার বেলা ১১টায় শ্রম উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ, গাজীপুর জেলা প্রশাসক ও মালিক পক্ষের বৈঠক। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।’
এমজে/ওএফ