Logo

সারাদেশ

হরিরামপুরে জামায়াতের লিফলেট বিতরণ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২২

হরিরামপুরে জামায়াতের লিফলেট বিতরণ

‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে জামায়াতের হরিরামপুর উপজেলা শাখা ওলামা বিভাগের পক্ষ থেকে উপজেলার বয়রা ইউনিয়নের লেছরাগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন হরিরামপুর ওলামা বিভাগের সভাপতি মাওলানা রমজান আলী, সাধারণ সম্পাদক হাফেজ আলী আযম, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আফজাল হোসেন, সহপ্রচার সম্পাদক হাফেজ মাওলানা মো. জাকির হোসাইন, সদস্য ডা. আব্দুল আলিম মোল্লা, সিরাজুল ইসলাম, মো. মিলন, ফয়সাল আহমেদ ও হরিরামপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলামিন হোসেন প্রমুখ।

লিফলেটে বলা হয়েছে, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার মূলমন্ত্র ছিল ন্যায়বিচার, মানবাধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা, শোষণ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীনতার বিগত ৫৩ বছরে জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি বরং দুর্নীতি, শোষণ, জুলুম-নির্যাতন, খুন, রাহাজানি, মজুদ্দারি, কালোবাজারি, অর্থপাচার, টেন্ডারবাজি মাদক জাতিকে গ্রাস করেছে। 

অর্থনৈতিক বৈষম্যের কারণে ধনী-দরিদ্রের মাঝে ব্যাপক ব্যবধান তৈরি হয়েছে। মানুষের মনগড়া আইন ও অসৎ লোকের শাসনই সকল বৈষম্যের মূল কারণ। তাই ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’।

দিপংকর মন্ডল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর