Logo
Logo

সারাদেশ

চান্দিনায় ভয়াবহ আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬

চান্দিনায় ভয়াবহ আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে ছাই হওয়ায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চান্দিনা, দাউদকান্দি ও কুমিল্লা স্টেশন থেকে ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে আগুনে পুড়ে যাওয়ার দোকানগুলোর দৃশ্য দেখে হতাশা প্রকাশ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পথে বসার পরিস্থিতিতে পড়েছেন। অনেকেই হতাশ হয়ে দোকানের ধ্বংসাবশেষের পাশে বসে কাঁদছেন।

মাধাইয়া বাজারের ব্যবসায়ী মো. সজীব হোসেন বলেন, এখানে বিভিন্ন রকমের ছোট বড় দোকান ছিল। শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পথে বসার অবস্থা। কেউ কিছুই বের করতে পারেনি। দোকানের সবকিছু আগুন পুড়তে দেখছেন ব্যবসায়ীরা। দেখা ছাড়া তাদের কিছুই করার ছিল না। তিনি আরও বলেন, রাস্তার দুই পাশে তীব্র যানজট। ফায়ার সার্ভিসের গাড়ি আসলেও কাজ করতে পারছিল না। আমাদের সামনেই সব শেষ হয়ে গেলো। 

জালাল নামের এক মুদি ব্যবসায়ী বলেন, দোকানের ক্যাশে যত টাকা ছিল সব পুড়ে ছাই। আমার দোকানসহ আশপাশের দোকানের প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করেছে। প্রথমে চান্দিনা ও দাউদকান্দি যুক্ত হয়, পরে কুমিল্লাও। কিন্তু কুমিল্লা স্টেশনের গাড়ি রাস্তায় যানজটে পড়ে। এতে কিছু সময় বিলম্ব হয়। কারণ দুই পাশেই যানজট লেগেছে। তবে কর্মীরা কাজ করছেন। যানজট না হলে আরও দ্রুত পৌঁছানো যেতো।

তিনি আরও বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। সবগুলোই ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল। তবে এখনও কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর