বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ ডামি সরকার বলেই সামান্য এক ফুতেই উড়ে গেছে। সৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ১৪ সালের ইলেকশনে ১৫৪ টি আসন জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ১৮ তে হয়েছে মিডনাইট নির্বাচন। আর ২৪ এ হয়েছে আমি ডামি নির্বাচন। আ. লীগ ডামি সরকার ছিল বলেই সামান্য এক ফুতেই উড়ে গেছে।’
তিনি বলেন, ‘এখন আ. লীগ সরকার এখন আবার হুংকার দিচ্ছেন। তারা আবার ফিরে আসবেন। আবার দেশ দখল করবেন। আবার আগের মত তাণ্ডব চালাবেন। কিন্তু স্বৈরাশাসকেরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আর ফিরে আসেনি।’
আবু সালেহ/এমআই