Logo
Logo

সারাদেশ

খাগড়াছড়িতে সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৯

খাগড়াছড়িতে সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ

ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় ঘটনাটি ঘটে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালির বেইলি সেতুতে একটি অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক পারাপারের সময় পাটাতন দেবে যায়।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘কাঠবোঝাই ট্রাক থেকে কাঠ নামানোর কাজ শুরু হয়েছে। এরপর ট্রাকটি পাটাতন থেকে তোলা হবে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। বেইলি ব্রিজে যানবাহন চলাচল স্বাভাবিক করতে আরও সময় লাগবে। ’

ছোটন বিশ্বাস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর