Logo

সারাদেশ

ইসলাম মানবতার মুক্তির মহাসনদ : প্রিন্স

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪

ইসলাম মানবতার মুক্তির মহাসনদ : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম মানবতার মুক্তির মহাসনদ ও উন্নত জীবনধারা।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাটে দারুসসুন্নাহ মাদ্রাসা ও নুরানী কিন্ডারগার্টেন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ইসলাম শিক্ষা নৈতিকতার প্রাণশক্তি। ইসলাম থেকেই প্রকৃত শিক্ষার আলো বিচ্ছুরিত হয়। ইসলামী শিক্ষার সাথে আধুনিক ও সাধারণ শিক্ষাও দিতে হবে।’

বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমানের নেতৃত্বে কল্যাণমুখী রাষ্ট্র ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।’ 

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর