ইসলাম মানবতার মুক্তির মহাসনদ : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪
-6773e284add24.jpg)
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম মানবতার মুক্তির মহাসনদ ও উন্নত জীবনধারা।’
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাটে দারুসসুন্নাহ মাদ্রাসা ও নুরানী কিন্ডারগার্টেন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ইসলাম শিক্ষা নৈতিকতার প্রাণশক্তি। ইসলাম থেকেই প্রকৃত শিক্ষার আলো বিচ্ছুরিত হয়। ইসলামী শিক্ষার সাথে আধুনিক ও সাধারণ শিক্ষাও দিতে হবে।’
বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমানের নেতৃত্বে কল্যাণমুখী রাষ্ট্র ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।’
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমজে