Logo

সারাদেশ

সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ১

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫

সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় রঞ্জু  (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার সন্ধ্যায় উপজেলা পূর্ব ঝিনিয়া গ্রামে নির্যাতনের শিকার হয় শিশুটি। পরদিন সোমবার মামলা হলে পরে রাতেই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলা পূর্ব ঝিনিয়া গ্রামের নিজ বাড়ির বাহিরে অন্যদের সাথে খেলা করছিল শিশুটি। এ সময় মানসিকভাবে বিকৃত রঞ্জু শিশুটিকে ১০ টাকা দিয়ে বানরের খেলা দেখানোর কথা বলে পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। পরে শিশুটি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এলে রঞ্জু পালিয়ে যায়। পরদিন সোমবার দুপুরে শিশুটির দাদি রোজিনা বেগম বাদী হয়ে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার সবজিবাজার এলাকা থেকে রঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, গ্রেপ্তার রঞ্জু মানসিকভাবে বিকৃত সাইকো।

আতিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর