Logo
Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

বৃহস্পতিবার সড়ক অবরোধ

Icon

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৫৯

খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের  তিন কর্মীর প্রাণহানি ঘটেছে। বুধবার (৩০অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা। 

নিহতরা হলেন, পানছড়ির ৪নং লতিবান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চন্দ্রনাথ পাড়ার মৃত নন্দ মনি চাকমার ছেলে মন্যা চাকমা সিজন (৫০) , ভাইবোনছড়া ইউনিয়নের কানচরন ত্রিপুরার ছেলে খরকসেন ত্রিপুরা শাসন (৩৫) এবং একই এলাকার রঞ্জন চাকমার ছেলে পরান্টু চাকমা (২২)।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো মরদেহ উদ্ধারে যেতে পারেনি পুলিশ।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ )।

আতারা/



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর