Logo

সারাদেশ

সাতক্ষীরায় বাসচাপায় ভ্যানচালক নিহত

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৪:৩২

সাতক্ষীরায় বাসচাপায় ভ্যানচালক নিহত

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ৩০ মাইল নগরঘাটা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম আমানুল্লাহ (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা অভিমুখী ইমাদ পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক আমানুল্লাহ নিহত হন।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ও অগ্রগতি এনজিওর পরিচালক আব্দুস সবুর জানান, ‘আমানুল্লাহ তার কর্মস্থল অগ্রগতি রিসোর্টের দিকে আসছিলেন। এ সময় দ্রুতগামী বাসটির চাপায় নিহত হন তিনি। বৃদ্ধ এই ভ্যানচালকের চারটি মেয়ে রয়েছে। এই মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল।’

আব্দুস সামাদ/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর