Logo

সারাদেশ

মধুপুর-ধনবাড়ীতে জেঁকে বসেছে শীত

Icon

হাফিজুর রহমান

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:২৮

মধুপুর-ধনবাড়ীতে জেঁকে বসেছে শীত

ছবি : বাংলাদেশের খবর

পৌষের মাঝামাঝিতে এসে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীসহ আশপাশের এলাকাগুলোতে জেঁকে বসেছে কনকনে শীত। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাস আর সূর্যের অনুপস্থিতি শীতের তীব্রতা বাড়িয়েছে অঞ্চলটিতে। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। বিশেষ করে রিকশাচালক ও দিনমজুররা কাজে বের হতে পারছেন না ঠিকমতো।

মধুপুর উপজেলার আম্বাড়ীয়া গ্রামের দিনমজুর মতিয়ার রহমান বলেন, ‘প্রচণ্ড শীতের কারণে অনেকেই কাজে যেতে পারছে না। কিন্তু জীবিকা নির্বাহের জন্য কষ্ট হলেও আমাদের একে একে বের হতে হয়।’

এদিকে হাড়কাঁপানো শীতে দুই উপজেলায়ই শিশু এবং বৃদ্ধদের মধ্যে সর্দি, কাশি, হাঁপানি রোগ বাড়ছে। ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ফাহমিদা লস্কর বলেন, ‘প্রতিদিন ৪-৫ জন শ্বাসকষ্টের রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং ৩০-৪০ জন সর্দি, কাশি ও হাঁপানির চিকিৎসা নিচ্ছেন।’

অন্যদিকে শীতের প্রকোপ মোকাবিলা করতে মধুপুর উপজেলা প্রশাসন ইতোমধ্যে ১ হাজার ৫০টি শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানিয়েছেন, ‘দ্বিতীয় ধাপে আরও ১ হাজার ৫০টি শীত বস্ত্র কম্বল বরাদ্দ এসেছে, এবং দ্রুত বিতরণ করা হবে।’ 

এছাড়া ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান জানিয়েছেন, ‘৭ লক্ষ টাকা বরাদ্দ পেয়ে ২ হাজার ৩শ কম্বল ক্রয় করা হয়েছে, যার মধ্যে পৌরসভার জন্য ৬শ কম্বল এবং বাকি ১ হাজার ৭শ কম্বল উপজেলা এলাকার ৭টি ইউনিয়নের শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে।’

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর