ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রাম থেকে অজ্ঞাত একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত নবজাতকের পরিচয় এখনও জানা যায়নি।
বুধবার (পহেলা জানুয়ারি) সকালে উপজেলা ভবোসনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশে দেবিদ্বার-চান্দিনা সড়কের বারেরা থেকে একটি কার্টন বক্সে মুড়ানো নবজাতকের মৃতদেহটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারেরা এলাকার তিনজন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে সড়কের পাশে একটি কার্টন বক্স দেখতে পান। বক্সটি খুলে তারা দেখতে পান একটি নবজাতকের মৃতদেহ। শিশুরা দ্রুত স্থানীয়দের খবর দিলে তারা এসে মৃত নবজাতকের দেহটি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, প্রাথমিক তদন্তে নবজাতকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি