Logo

সারাদেশ

নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২০:০৩

নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

বছরের প্রথম প্রহরে নতুন বই হাতে পেয়ে মুখরিত হয়ে উঠেছে শিক্ষার্থীরা। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও ইউনিয়নগুলোর ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৬ হাজার ৮০০ শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিন নতুন বই তুলে দেওয়া হয়েছে।

বুধবার (পহেলা জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের 'উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে' বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

এ সময় ১ম, ২য় ও ৩য় শ্রেণির ৩৩৬ জন শিক্ষার্থীকে বই প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের হাতে বই গ্রহণের মাধ্যমে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। 

এ সময় কাঞ্চনাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনিছুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে প্রধান শিক্ষক রহিমা আকতার, সহকারী শিক্ষক মুনমুন আকতার ফেরদৌস, মাছরুরা বেগম, মৌসুমী দাশ, মো. সোলাইমান, পাপিয়া সুলতানা, কাজী শফিউন নেছা, কাবেরি দাশসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম হেলাল উদ্দিন নিরব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর